1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

প্রযোজকের বাজে ইঙ্গিতে সাড়া দেননি কাল্কি

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : আর কয়েক দিনের মধ্যে জীবনে এক নতুন সদস্যকে স্বাগত জানাবেন ফরাসি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। মাতৃত্বের এই সফরনামা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানালেন তার কেরিয়ারের অন্ধকার সময়ের কথা, যখন তার হাতে কোনো কাজ ছিল না।

অকপট কাল্কি জানান, ২০১৩ সালে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অদিতি চরিত্র করার পর দীর্ঘ ৯ মাস তার হাতে কোনো কাজ ছিল না। অভিনেত্রী বলেন, ‘ওই সময় এক প্রযোজক আমাকে তার সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেন। সরাসরি যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব ছিল না, তবে পরোক্ষভাবে ইঙ্গিত তেমনটাই ছিল। তার সেই প্রস্তাবে রাজি হইনি আমি।’

কাল্কির দাবি, ‘এর ফলে আমাকে ব্ল্যাক লিস্ট করে দেয়া হয়। আমিও জীবনে যৌন হেনস্থার শিকার হয়েছি। এই কথা প্রথম জানাই আমার থেরাপিস্টকে। পরে আমার তত্‍কালীন প্রেমিককে। রাহুল বোস একবার একটি কনফারেন্সের আয়োজন করেছিলেন, সেখানেও এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি।’

কাল্কি বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। ২০১৫ সালে সাবেক স্বামী পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ডিভোর্সের পর ইজরায়েলি পিয়ানো বাদক গাই হার্সবার্জের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এ সন্তান তারই। মা হওয়ার ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারির চেয়ে প্রাকৃতিক নিয়মে ‘ওয়াটার বার্থ’-এ আস্থা বেশি কাল্কির। সে কথাও জানান নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com