1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

করোনায় মৃত্যু ৬০ লাখ ছাড়ালো

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাত হাজার ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ৬০ লাখ এক হাজার ৪৯৪ জনে।

ভাইরাসটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন। বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৯৩৯ জনে।

একই সঙ্গে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৮ লাখ ৮৭ হাজার ১৭২ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ২৮ জনে।

শুক্রবার (৪ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

একদিনে সবচেয়ে বেশি দুই লাখ দুই হাজার ৩৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন জার্মানিতে। এসময়ে মারা গেছেন ২৮৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত এক কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৫০৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৪ হাজার ২৬৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই লাখ ২৬ হাজার ৩০০ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৬০০ জন।

দৈনিক মৃত্যুতে তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছেন এক হাজার ২৫৮ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত আট কোটি আট লাখ ৪৩ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৯ লাখ ৮১ হাজার ৭২৯ জন।

রাশিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৩ হাজার ২৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন তিন লাখ ৫৪ হাজার ১১ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৪১ লাখ দুই হাজার ৬৮৪ জন।

আক্রান্তের দিক থেকে তালিকায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৪ হাজার ৫৪ জন এবং মারা গেছেন ৫৯৪ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে দুই কোটি ৮৯ লাখ ছয় হাজার ২১৪০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৫০ হাজার ৬৪৬ জনে।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ছয় হাজার ১০২ জন এবং মারা গেছেন ২০১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ২৯ লাখ ৫১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৪ হাজার ৬২০ জন।

এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সে ১৮০ জন, যুক্তরাজ্যে ১৯৪ জন, তুরস্কে ১৮৮ জন, ইতালিতে ১৮৫ জন, স্পেনে ২০২ জন, আর্জেন্টিনায় ১৪১ জন, ইরানে ১৭২ জন, পোল্যান্ডে ২৬৬ জন, ইন্দোনেশিয়ায় ২৩২ জন, মেক্সিকোতে ৩০৪ জন, জাপানে ২৩২ জন, চিলিতে ২৭২ জন মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com