1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাবিতে ছাত্রলীগ নেতা হত্যায় জড়িতরা শনাক্ত, ৫ জনই ছাত্রদলকর্মী ছাত্রলীগের সাবেক নেতা শামীম হত্যায় জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার ঢাবিতে যুবক হত্যা : আটক ৫ শিক্ষার্থীর দুজন ছাত্রলীগের পদধারী ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত শ্রীবরদীতে ওসি’র বিরুদ্ধে মৌন মিছিল শেখ হাসিনাকে ভারতেই রাখার পরামর্শ রনিল বিক্রমাসিংহের ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ : আসিফ নজরুল নেতানিয়াহুকে হত্যায় ইসরায়েলিকে নিয়োগ ইরানের! সন্দেহভাজন গ্রেপ্তার মানুষটার শরীর দেখে আবরার ফাহাদের কথা মনে পড়েছে : সারজিস “ঢাকা ও জাহাঙ্গীরনগরে হত্যার বিষয়টি দুঃখজনক, দ্রুত ব্যবস্থা নিতে হবে”

ইমন-মাহি জুটির প্রথম সিনেমা ‘ব্লাড’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
??????? ???? ???-????

বিনোদন প্রতিনিধি: ২০১২ সালে যুগল পরিচালক শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা মাহিয়া মাহির। এই পরিচালকদ্বয়ের একজন ওয়াজেদ আলী সুমন। তার একক পরিচালনায় মাহি এবার অভিনয় করতে যাচ্ছেন ‘ব্লাড’ সিনেমায়। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
রোববার (০১ মার্চ) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কপোরেশনে (বিএফডিসি) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান নির্মাতা জাকির হোসেন রাজু, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতারা। এছাড়া ‘ব্লাড’ সিনেমার পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
ইমন-মাহি জুটির প্রথম সিনেমা ‘ব্লাড’, মহরত অনুষ্ঠিতপ্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন পাঠান ফারুক বলেন, অনেককেই বলতে শুনি- এখন সিনেমা চলে না। কিন্তু আমি মনে করি, সিনেমার মতো সিনেমা বানালে অবশ্যই চলবে। ‘ব্লাড’ নামটির সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। ইমন ও মাহি সিনেমাটিতে ভালো করবে বলে আমার বিশ্বাস। আমার ছোট ভাই সুমন সিনেমাটি পরিচালক করছে। তাদের সবার জন্য রইলো শুভকামনা।
মাহিয়া মাহি বলেন, যখন আমি দশম শ্রেণিতে পড়ি, তখন একদিন সব বন্ধুরা আমার কাছে ছুটে এলো। তারা বলছিল, খুব সুন্দর একজন নায়ক আসবেন স্কুলে, ‘লালটিপ’র নায়ক। সবার কপালে লাল টিপ পরিয়ে দেবেন সে এবং একটা করে গোলাপও দেবেন। তখন আমি খুব খুশি ছিলাম, ইমন আসবে তাকে সামনাসামনি দেখবো। সেই ইমনের সঙ্গে আমি এখন ‘ব্লাড’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। তাকে ধন্যবাদ আমার সঙ্গে কাজ করার জন্য।
ইমন বলেন, আমি ২০২০ সালের শুরুতেই নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করেছি, সেটা হলো- এই বছরটা আমার জন্য হবে সিনেমার বছর। চলতি বছর দর্শকদের বেশ কিছু ভালো সিনেমা উপহার দিতে চাই। তার একটি হতে যাচ্ছে ‘ব্লাড’। সিনেমাটির জন্য এরই মধ্যে আমি জিম করা শুরু করেছি, অভিনয়ের বিষয়ে আরও গুরুত্ব দিয়েছি। সবার সহযোগিতা পেলে আমি একটা ভালো সিনেমা উপহার দিতে পারবো।
‘ব্লাড’র গল্প লিখছেন দেলোয়ার হোসেন দিল। মার্চের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com