1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

জয়াকে পেতে ধর্ম পরিবর্তন করতে চেয়েছিলেন সৃজিত!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : চলতি মাসে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে গাঁটছড়া বেধেছেন। তবে মিথিলাকে বিয়ের আগে বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গেও সৃজিতের প্রেমের গুঞ্জন উঠেছিল। জয়াকে পেতে সৃজিত নাকি ধর্ম পরিবর্তন করতে চেয়েছিলেন।

মিথিলাকে বিয়ের আগে সৃজিতের একাধিক ব্যর্থ প্রেমের কাহিনী বলিমহলে শোনা যায়। ৪২ বছর বয়সী সৃজিত একবার বিয়ে করেছিলেন। তবে সে বিয়ে টেকেনি। পরে মিথিলাকে বিয়ে করেন নির্মাতা সৃজিত। বর্তমানে সুইজারল্যান্ডে হানিমুনে আছেন সৃজিত-মিথিলা।

মঙ্গলবার আনন্দবাজার পত্রিকা জয়া আহসানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে নির্মাতা সৃজিতের বক্তব্য নিয়েছে পত্রিকাটি। সেখানে বলা হয়েছে, ‘সৃজিতের সঙ্গে জয়ার প্রেমের সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন উঠেছিল টলিউডে। শোনা যায়, সৃজিত নাকি জয়ার জন্য ধর্মান্তরিতও হতে চেয়েছিলেন!’

জয়া আহসানের ব্যাপারে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন, ‘জয়া ইন্ডাস্ট্রিতে এসেছেন দেরিতে। ধন্যবাদ অরিন্দম শীলকে, যিনি জয়াকে খুঁজে বের করেছিলেন। “আবর্ত” ছবিতে কাজ করতে গিয়ে ওকে আলাদা মনে হয়েছিল।

সৌন্দর্যের সঙ্গে একটা ডিগনিটি মানুষ খোঁজে, সেটা পরিণত বয়সেই সম্পূর্ণতা পায়। জয়ার মধ্যে সেটাই আছে। সৃজিত ওকে দিয়ে চমৎকার কাজ করিয়েছে। শিবুও। অতনুও করাচ্ছে। ম্যাচিওর অভিনেত্রী হওয়ার জন্য ওকে নিয়ে নিশ্চয়ই আরও চরিত্র লেখা হবে।’

জয়াকে নিয়ে তার ‘এক যে ছিল রাজা’ ছবির পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘চরিত্রের চেয়েও আমার মনে হয়, যেভাবে স্ক্রিপ্ট বেছে বেছে ছবি করে জয়া তাতে ও অনেককে পেরিয়ে যাচ্ছে। ম্যাচিওরড স্ক্রিপ্ট। ওর নানা রকম লুক। যে কোনো চরিত্র অ্যাডপ্ট করে ফেলতে পারে সহজে। দুই বাংলার ডায়ালেক্টও অসম্ভব ভালো বলতে পারে।’

এর আগে জয়া আহসান হুট করেই কলকাতায় ছবিতে অভিনয় শুরু করেন। আর ২০১৫ সালে তিনি অভিনয় করেন কলকাতার ‘রাজকাহিনী’ ছবিতে। এ ছবির নির্মাতা ছিলেন সৃজিত। এতে অভিনয় করতে গিয়েই জয়া-সৃজিতের প্রেমের গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com