1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক-অভ্যন্তরীণ রুটে প্লেন চালাচলে নিষেধাজ্ঞা বাড়লো

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব যাত্রীবাহী ফ্লাইট চলাচলে আগামী ৭ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (২৮ মার্চ) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ।

বেবিচকের পক্ষে তিনি জানান, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে উড়োজাহাজ চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চেরর জায়গায় আগামী ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে উড়োজাহাজ চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে বলে জানান তিনি।

৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ হচ্ছে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।

তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে উড়োজাহাজ চলাচল অব্যাহত থাকবে। যদিও ইতোমধ্যে চীন ছাড়া অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো নিজ থেকেই ঢাকার ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৮। সংক্রমিত মোট ১৫ জন সুস্থ বাড়ি ফিরেছেন। আর মৃতের সংখ্যা ৫।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৪ হাজার ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় এখানে সংযোজিত হয়েছে ৫০ হাজারের বেশি। বিশ্বে মৃতের সংখ্যা ২৮ হাজার ২৪০। গত ২৪ ঘণ্টায় এখানে যুক্ত হয়েছে ২৫০০শও বেশি।

বিশ্বজুড়ে এ মহামারির কারণেই বিভিন্ন দেশ ও এয়ারলাইন্স ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!