বিনোদন ডেস্ক : টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ‘বাংলার কিংবদন্তি’ খেতাব পেয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শনিবার (১০ ডিসেম্বর) শ্রীলেখাকে ‘লিজেন্ড অব বেঙ্গল’ সম্মাননা প্রদান করেছে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস। কলকাতার রোটারি সদনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।
এই সম্মান পেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন শ্রীলেখা। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি নাকি লিজেন্ড অব বেঙ্গল! নিন্দুকরা শুনছ/শুনছেন?’
কিন্তু যখন অভিনেত্রী জানতে পারেন যে তিনি এই সম্মান পেতে চলেছেন, তখন তার কেমন অনুভূতি হয়েছিল? অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ অবাক হয়ে যাই। কিন্তু সম্মান পেয়ে খুব ভালো লেগেছে। যারা আমাকে এই সম্মানে সম্মানিত করলেন তাদের অসংখ্য ধন্যবাদ।’
‘ডোন্ট কেয়ার’—স্বভাবের শ্রীলেখা অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব থাকেন। বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত প্রতিক্রিয়া লিখেন। সমাজের প্রতি যে তার দায়বদ্ধতা আছে এবং সেটা নিয়ে যে তিনি যথেষ্ট সচেতন সেটা নিয়মিত তার লেখা এবং কাজ থেকে বারংবার ধরা পড়ে। আর সেই কারণেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থার পক্ষে কৃষ্ণা পাল জানিয়েছেন, ‘শ্রীলেখা মিত্র কেবল ভালো অভিনেত্রী নন। তিনি বড় মনের মানুষ। সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। অন্যায়ের প্রতিবাদ করেন। বিশেষ করে তার পশুদের প্রতি প্রেম, তাকে অভিনেত্রীর বাইরে অন্য এক পরিচয় দেয়। সেই কারণেই শ্রীলেখাকে এই সম্মান প্রদান করা হয়েছে।’