1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

গাজীপুরে দুঃস্থ মানুষের মধ্যে পুলিশের খাবার বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০
গাজীপুর: গাজীপুরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিন্ম আয়ের অসহায় গরীব দুঃস্থ মানুষের মধ্যে গাজীপুর পুলিশের এক মাসের রেশনের খাবার সামগ্রী বাড়ি বাড়ি হেঁটে গিয়ে বিতরণ করা হয়েছে।ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে ই-আলম মিনা ও গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাঘের বাজার মেম্বার বাড়ী ও দরগার চালা এলাকায় এ খাবার সামগ্রী  বিরতণ করেন।
এ সময় গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হাত ধুয়ার পদ্ধতি ও  মানুষের মাধ্যমে  দূরত্ব সম্পর্ক বজায় রাখার জন্য সচেতন করেন গাজীপুর জেলায় সর্বমোট এক হাজার ৭০০ পুলিশ সদস্য রয়েছেন। পুলিশের অনেক কনস্টেবল দরিদ্র। তারপরও সবাই তাদের এক মাসের রেশনের খাদ্যসামগ্রী করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে অসহায় হতদরিদ্রদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। এই কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশের নিয়ন্ত্রণাধীন প্রতিটি থানা পুলিশ গ্রামের দরিদ্রদের তালিকা তৈরি করেছেন। এখন জেলার হতদরিদ্র-দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে ২০টি বাড়িতে গিয়ে তাদের খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে বলে জানান। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য।
– ফারুক হোসেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com