1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০১ মে ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন : পপি

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

বিনোদন প্রতিনিধি : বিশ্বব্যপী মহামারি আকার ধারন করেছে করোনা ভাইরাস।এরই মধ্যে বাংলাদেশেও ৫৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করা হয়েছে। সরকারি ছুটি হয়ে গেছে। তারকা জগতের অনেকেই করোনা সম্পর্কে জনগনকে সচেতন গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছেন। সেই তালিকা থেকে বাদ যাননি লাস্যময়ী চিত্রনায়িকা পপি।
১৩ মার্চ মা-বাবা, ভাই-বোনদের নিয়ে খুলনা যান পপ । খুলনায় তার দাদাবাড়ি। তিনি খুলনা যাওয়ার পর থেকে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। খুলনা গিয়ে তিনি দিনমজুর, বিশেষ করে রিকশাওয়ালা, চা বিক্রেতাসহ রাস্তার ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনাভাইরাস বিষয়ে সচেতন করেছেন। তিনি তার ভক্তদের সচেতন হতে বলেছেন। পপি তার ফেসবুকে লিখেছে সচেতন হওয়ার কথা। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো –
করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। সতর্ক হোন, সঠিক তথ্য জানুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন। ঘরে থাকুন, আর নিজেকে সুরক্ষিত রাখুন। এই যুদ্ধেও আমরা জয়ী হবো ইনশাআল্লাহ।
এদিকে গ্রামের বাড়ি খুলনাতে মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি কোরআন খতমসহ, বিনামূল্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন বলে জানান এই চিত্রনায়িকা।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!