বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ হিসেবে খ্যাত শাহরুখ খান। সর্বশেষ তাকে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। দীর্ঘ ৪ বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডে ফিরছেন শাহরুখ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’। দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা।
এদিকে জানা গেছে, ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির প্রথম দিন শাহরুখের ফ্যান ক্লাব ‘এসআরকে ইউনিভার্স’ বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে। শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ার দিনটা ভক্তদের কাছে উৎসবের মতো। তাই ‘এসআরকে ইউনিভার্স’ ভারতে জুড়ে ৫০০০ হাজার ভক্তদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করবে।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে ফ্যানক্লাব এসআরকে ইউনিভার্সের সহ-প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি নিশ্চিত করেছেন যে, তারা ভারতের ২০০টিরও বেশি শহরে পাঠানের শো-র আয়োজন করবে। শুধুমাত্র এই শো থেকেই ন্যূনতম ১ কোটি টাকার বুকিং আশা করা হচ্ছে। যেখানে মুম্বাইতে প্রথমদিনে ৭ থেকে ৮টি ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করা হয়েছে, দিল্লিতে হবে ৬টি। একইভাবে, অন্যান্য শহরেও একাধিক শো’র আয়োজন করা হচ্ছে।
তবে এই উদযাপন শুধুমাত্র প্রথম দিনেই হবে না, চলবে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। যশ পারিয়ানি আরও জানান, ‘আমরা পাঠানের জন্য বিশেষ সামগ্রীও বিতরণ করব। বিশেষ কাট আউট আর ঢোল। আমার ধারণা, শাহরুখের সিনেমাগুলোকে উৎসবের মতো উদযাপন করা হয়। পাঠানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’
এছাড়াও জানা গেছে, ‘পাঠান’ সিনেমার ট্রেইলার দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হবে। এ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডি সুজা বলেন, ‘পাঠান বর্তমান সময়ের সবচেয়ে অধীরভাবে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। এরকম একটি চলচ্চিত্র চলচ্চিত্র দর্শকদের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে চমক থাকাই উচিত। আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, দুবাই শাহরুখ খান এবং পাঠান-কে উদযাপন করতে প্রস্তুত। সিনেমাটির ট্রেইলার বুর্জ খলিফায় প্রদর্শিত হবে। আমরা আনন্দিত যে শাহরুখ খান, যিনি বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি২০-এর জন্য সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, তিনি যখন ট্রেইলারটি বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্যগুলোর মধ্যে একটিতে প্রদর্শিত হবে তখন সেখানে উপস্থিত থাকবেন।’
এদিকে শুক্রবার (১৪ জানুয়ারি) বিশ্ব হিন্দু পরিষদ হুমকি দিয়ে বলেছে যে, যদি তাদের নেতাদের সিনেমাটি দেখানো না হয় তাহলে এটিকে গুজরাটে মুক্তি পেতে দেওয়া হবে না। গুজরাট ভিএইচপি-র মুখপাত্র হিতন্দ্রসিংহ রাজপুত বলেন, ‘আমরা এই সিনেমাকে গুজরাটে মুক্তি পেতে দেব না। সিনেমাটি দেখার আমাদের কোনো উৎসাহ নেই। কিন্তু নির্মাতারা যদি চান গুজরাটে সিনেমাটা আসুক তাহলে আমাদেরকে তা আগে দেখাতে হবে। হিন্দু ধর্মের নেতারা তা আগে দেখবে এবং তারপর সিদ্ধান্ত নেবে এটা আদৌ এখানে মুক্তির যোগ্য কি না।’