1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

অর্জুন স্কুলে পড়ে না যে তার জীবন নষ্ট করে দিয়েছি: মালাইকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। শুরুতে গোপন করলেও তাদের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট।

অনেকদিন ধরেই গুঞ্জন— তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।

মালাইকার বয়স এখন ৪৯ বছর। আর অর্জুন কাপুরের ৩৭। অসম বয়সের কারণেও নিন্দার মুখে পড়েছেন মালাইকা। অনেকের অভিযোগ অর্জুন কাপুরের জীবন নষ্ট করে দিয়েছেন মালাইকা। এ নিয়ে দীর্ঘ দিন ধরে নানারকম কথা উড়লেও চুপ ছিলেন মালাইকা। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

‘মুভিং ইন উইথ মালাইকা’ নামে একটি শো সঞ্চালনা করেন মালাইকা। এ শোয়ে নিন্দুকদের উদ্দেশ্যে মালাইকা আরোরা বলেন, ‘আমার বয়স বেশি শুধু তাই নয়, বয়সে অনেক ছোট এমন একজনের সঙ্গে প্রেম করছি। আমার সেই দম আছে। আমি ওর জীবন নষ্ট করছি? না, তা করছি না।’

ব্যাখ্যা করে মালাইকা বলেন, ‘বিষয়টি এমন নয় যে, অর্জুন স্কুলে যায় আর ও আমার জন্য পড়াশোনায় মন বসাতে পারছে না! এমনো নয় যে, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ওকে আমার সঙ্গে ডেটে যেতে হচ্ছে। অতএব অর্জুন যখন পোকেমন ধরছিল, আমি ওকে রাস্তায় ধরেছি এমন ভাবার কোনো কারণ নেই।’

এসব বিষয় নিয়ে প্রতিনিয়ত মানসিক চাপ তৈরি। এই চাপ কীভাবে সামাল দেন? জবাবে মালাইকা আরো বলেন, ‘আমি লোকজনের ধারণা সম্পর্কে সচেতন। তারা কী বলবে, সেগুলো কীভাবে গ্রহণ করতে হবে, সব আমি বুঝি। তবে পাল্টা আঘাত করে ফেলার ভয়ও থাকে। মনের ভেতর সব সময় একটা দ্বন্দ্ব চলতে থাকে।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।

২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!