1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়: মৌসুমী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমী অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন ভক্তদের। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পর্দায় তার অভিনয় ও হাসিতে মুগ্ধ হয়েছেন ভক্তরা। সম্প্রতি অভিনয়ের ৩০ বছর পূর্ণ করেছেন তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নন্দিত এই নায়িকা নিজের কয়েকটি ইচ্ছার কথার জানিয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ‘১৩টি প্রশ্ন’ শিরোনামের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই চিত্রনায়িকা। অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন রাখেন, ক্যামেরার সামনে শেষ কথা হলে সেটা কী বলতে চান?

এ প্রশ্নের উত্তরে মৌসুমী বলেছেন, ‘প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছা আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেওয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেছেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই, আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।’

মৌসুমী আরো বলেছেন, ‘আমি মারা যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়ে গেছে সেগুলো ডিলিট করে দিবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সবকিছু জমা দিয়ে দিবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে, তবে সে উদ্দেশ্যই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেয়া হবে, এছাড়া অন্য সবকিছু ডিলিট করে দিলে ভালো হবে।’

শেষদিকে এই চিত্রনায়িকা জানান, মৌসুমী ওয়েলফেয়ার নামে তার একটি সংগঠন আছে। তিনি চান সেটা তার মৃত্যুর পরও সচল থাকুক। যে উদ্দেশ্যে সংগঠনটি গড়ে উঠেছে সেসব সম্পন্ন করার জন্য অনুরাগীদের অনুরোধ করেন এটি সচল রাখতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!