1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

আলোচনা-সমালোচনা মেনেই বিনোদনে কাজ করছেন নুসরাত ফারিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সঞ্চালনা থেকে অভিনয় নাম লেখান তিনি। তারপর কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার গাওয়া প্রথম গান ‘পটাকা’ মুক্তি পায় ২০১৮ সালের ২৬ এপ্রিল। এ গান মুক্তির পর দারুণ সমালোচনার মুখে পড়েন এই নায়িকা।

গান নিয়ে সমালোচনা হলেও গান ছাড়েননি নুসরাত। অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান করছেন। ঈদুল ফিতরে মুক্তি পাবে তার নতুন গান ‘বুঝি না তো তাই’। বেশ আগে এ গানের মিউজিক ভিডিওর টিজার প্রকাশ হয়েছে। ঈদের কয়েক দিন আগে মুক্তি পাবে পুরো গান।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন— ‘‘উৎসবে মানুষ যে ধরনের গান শুনতে চায়, ‘বুঝি না তো তাই’ তেমনই একটি গান। এ জন্য চাইছি ঈদ আরেকটু ঘনিয়ে আসুক, উৎসব আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক, তারপর গান মুক্তি দেব।’’

‘পটাকা’ থেকে শুরু করে আপনার প্রতিটি গান নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এ বিষয়টি আপনি কীভাবে দেখেন? এ প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘যার কাছে প্রত্যাশা থাকে, তার কাজ নিয়েই আলোচনা-সমালোচনা বেশি হয়। তাই বিষয়টি ইতিবাচকভাবে দেখি। এটাও সত্যি, আপনি যত বড় তারকাই হন না কেন, আপনার কাজ নিয়ে নানা মানুষ নানা রকম মন্তব্য করবেই। নতুন গান, নাটক, সিনেমা— যেটির কথাই বলুন না কেন, তা কিছু মানুষের ভালো লাগবে, আবার কারো মনে আঁচড় কাটতে ব্যর্থ হবে। এসব মেনেই বিনোদনে কাজ করছি।’

২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করে ভারত-বাংলাদেশ। এরপর বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ফারিয়া।

তা ছাড়া নুসরাত ফারিয়া অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু সিনেমা। যেমন— ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘আবারও বিবাহ অভিযান’, ‘রকস্টার’, ‘পাতালঘর’। এছাড়া ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com