1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ মে ২০২৪, ০২:০১ অপরাহ্ন

মহিপুরে মৎস্যজীবীদের সাথে নৌ-পুলিশের সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে নৌ-পুলিশের উদ্যোগে বঙ্গোপসাগরে মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য মাছ ধরা নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য নিষিদ্ধকরণ বাস্তবায়ন সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বকেলে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ সচেতনতামূলক সভায় স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী এবং গনমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কুয়য়াকাটা নৌ-পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, মহিপুর মৎস আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনছার উদ্দীন মোল্লা, আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শাকিল আহম্মেদ, নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, কুয়াাকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ প্রমুখ। এছাড়াাও মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সকল জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করেন এবং অবরোধের সুফল সম্পর্কে জেলেদের সচেতন করেন। এসময় জেলেরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার কথা উপস্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!