1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

থানচিতে আগুনে পুড়ে গেছে ৭ বসত ঘর

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মে, ২০২৪

বান্দরবান : বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নেটওয়ার্ক বিহীন তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় সাতটি বসতঘর আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।

বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সাতটি বসতঘর পুড়ে গেলেও রক্ষা পেয়েছে আরও কমপক্ষে ১৫‌টিরও বেশি বসত বাড়ি। বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় পাহাড়িদের বসতঘর ও তাদের অন্যান্য সম্পদ রক্ষা পায়।

তিনি আরও বলেন, আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি মানুষ আহত হয়েছেন। তা‌দের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবারও সরবরাহ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ওই এলাকা ইউপির চেয়ারম্যান ভাগ্যচন্দ্র জানান, পাড়াটিতে যেতে থানচি সদর থেকে ইঞ্জিনচালিত নৌকায় যোগে প্রায় দুই ঘণ্টা যেতে হয়। তারপর রেমাক্রি বাজার থেকে আরও দুই ঘণ্টা হাঁটার পথ নাফাকুম জলপ্রপাত। নাফাকুম থেকে আবারও সাড়ে তিন ঘণ্টা হাঁটার পরেই থুইসা পাড়ার অবস্থান। আগুনে প্রায় সাতটি বসতবাড়ি পুড়ে গেছে বলে খবর পেয়েছি। এই পাড়ার দুর্গম আর আশপাশে পানির কোন উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

এ ব্যাপারে থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ মো. ইসমাইল মিয়া জানান, থুইসা পাড়ায় আগুনে কয়েকটি বসত ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। এলাকাটি খুবই দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে সময়মতো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com