1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

নালিতাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষিমেলা উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

মুনজুরুল আহসান, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষিমেলা উদ্বোধন করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

সকালে কৃষিমেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ, বাংলাদেশ পরমানু ধান গবেষণা উপ-কেন্দ্র নালিতাবাড়ী’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, সরকারি নাজমুল স্মৃতি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা জিন্নাহ, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা।

এসময় প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিবৃন্দ মেলার ২৮টি স্টল ঘুরে দেখেন। আগামী শুক্রবার বিকেলে তিন দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!