নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলাধীন ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সোহাগ মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। দ-প্রাপ্ত সোহাগ উপজেলার উরফা ইউনিয়নের বারামাইশা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন যাবত নালিতাবাড়ী থেকে বয়ে আসা ভোগাই নদীর উরফা ইউনিয়নের অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছিল সোহাগ। এমতাবস্থায় সোমবার বিকেলে অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন। অভিযানকালে ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু ব্যবসায়ী সোহাগ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।