নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী থেকে হাওরাঞ্চলে ধান কাটতে পাঠানো হচ্ছে শতাধিক কৃষিশ্রমিক। জেলা আওয়ামী লীগ নেতা, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা কৃষিমন্ত্রণালয়ের সহযোগিতায় শ্রমিক পাঠানোর এ ব্যবস্থা করছেন।
জানা গেছে, প্রতিবছর বোরো মৌসুমে হাওরাঞ্চলে ধান কাটার জন্য পর্যাপ্ত কৃষিশ্রমিক প্রয়োজন হয়। চলতি মৌসুমে করোনাভাইরাসের কারণে সারাদেশে যোগাযোগ বন্ধ থাকায় হাওর অঞ্চলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। অন্যদিকে কর্মহীন হয়ে পড়ায় দূর্ভোগে পড়েছে অসংখ্য শ্রমিক। এমতাবস্থায় সরকারী সহযোগিতায় হাওরাঞ্চলে কৃষিশ্রমিক পাঠিয়ে যথাসময়ে ধান কেটে কৃষকের ঘরে তোলে দিতে এবং শ্রমিকদের অর্থনৈতিক মন্দা কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই চট্টগ্রাম থেকে পুলিশের সহযোগিতায় হাওর অঞ্চলে কৃষিশ্রমিক পাঠানো হয়েছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে নিজ এলাকার কৃষিশ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে হাওরাঞ্চলে পাঠানোর উদ্যোগ নেন। তিনি আজ (২১ এপ্রিল মঙ্গলবার) নালিতাবাড়ী উপজেলার কদমতলী, কাকরকান্দি ও রূপনারায়নকুড়াসহ বেশকিছু এলাকায় গিয়ে কথা বলেন এবং শ্রমিকদের উৎসাহিত করেন। পাশাপাশি সরকারী ত্রাণ সহায়তার বাইরে থাকা নিম্ন আয়ের পরিবারগুলোতে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এর আগে গতকাল সোমবার তিনি প্রাথমিকভাবে করোনা শনাক্তের জন্য নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতালে থার্মাল স্ক্যানার এবং থানায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। এসময় জেলা আওয়ামী লীগ সদস্য সরকার গোলাম ফারুক, আ’লীগ নেতা মুক্তারুজ্জামান, যুবনেতা আতিকুর রহমান মানিক, জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, ছাত্রনেতা আবু ইলিয়াস সাদ্দাম, সাব্বির আহমেদ বাদশাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ইতিমধ্যেই শতাধিক শ্রমিক হাওরাঞ্চলে যেতে সম্মতি দিয়েছেন। দু-একদিনের মধ্যেই বদিউজ্জামান বাদশার পৃষ্ঠপোষকতায় তাদের হাওরাঞ্চলে পাঠানো হবে।