শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধসহ জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ও বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। এরা হলো- সাতষট্টি বছর বয়সী নালিতাবাড়ীর শামছুদ্দিন এবং শ্রীবরদীর দেড় বছর বয়সী রেজুওয়ানা ও রেজবানা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নয়াবিল গুচ্ছ গ্রামের বাসিন্দা শামছুদ্দিন শারিরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় পুকুরে ওযু করতে গেলে তিনি অসাবধানতাবশত ঘাটের খুঁটির সাথে ধাক্কা লেগে পানিতে পড়ে মারা যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে শ্রীবরদীর ঢনঢনিয়া গ্রামের জমজ দুই শিশু বুধবার সকালে খেলতে গিয়ে একপর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। এদিকে বেশকিছু সময় তাদের না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। এ দুই শিশু উপজেলার কৃষ্ণপুর এলাকার রাকিবুল ইসলামের সন্তান।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।