1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় জেলা পুলিশের উদ্যোগে কৃষকের ধান কর্তন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

নকলা (শেরপুর) : করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে অঘোষিত লকডাউনের মধ্যে বোরো ধান পেঁকে যাওয়ায় শ্রমিক সংকটে বিপাকে পড়েছে কৃষক। এ দুর্যোগময় পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে শেরপুর জেলা পুলিশ উৎসব করে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে মাড়াই করে গোলায় তুলে দেওয়ার কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নকলা উপজেলার বারমাইসা গ্রামের কৃষক আবু রায়হানের ৬৫ শতাংশ জমির ধান কেটে এ ধানকাটা উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এসময় ধানকাটা উৎসবে পুলিশ সদস্যদের সাথে অংশ নেয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।
জেলা পুলিশের এ ধানকাটা উৎসবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, লকডাউনের কারণে শ্রমিক সংকটে অনেক কৃষকই ধান কাটতে পারছেন না। অসহায় কৃষকদের মানসিকভাবে মনোবল চাঙ্গা রাখতে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের বোরো ধান কেটে দিচ্ছেন। বর্তমান সংকট কালে কৃষকদের মাঠের ধান ঘরে তুলতে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। এ কর্মসূচি ধান কাটা শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com