1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদে শহিদুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

মনিরুল ইসলাম মনির : কোনপ্রকার ছন্দপতন ছাড়াই একের পর এক বিজয় ছিনিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে জাতীয় সংসদে পৌছেছেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তৃণমূল মানুষের প্রাণের মানুষ এডিএম শহিদুল ইসলাম। ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর যাবত দল কিংবা দলের বাইরে সব অবস্থাতেই তার পথচলা ছিল অবিচল-অবিরাম। গত বিশটি বছরে যাকে পরাজয়ের গ্লানি ছুতে পারেনি তিনি হলেন শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শীবরদী উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান গণমানুষের এ নেতা। ২০০৩ সালে সর্বপ্রথম ইউপি নির্বাচনে অংশ নিয়ে ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১১ সালে পুনরায় ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন শহিদুল ইসলাম। এরপর ২০১৬ সালে পুনরায় তৃতীয় দফায় একই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন তিনি। এসময় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বাজিমাত করেন এডিএম শহিদুল ইসলাম। টানা তিন দফায় খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলের কেন্দ্রীয় কমান্ডের সাধারণ ক্ষমার আওতায় পুনরায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রীয় হন শহিদুল ইসলাম।

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন শহিদুল ইসলাম। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়ন চেয়ে চমক দেখান তিনি। ১৩ জন মনোনয়ন প্রত্যাশির মধ্যে নতুন-পুরনোদের ভিরে নৌকা প্রতীক ছিনিয়ে এনে নির্বাচনে অংশ নিয়ে এখানেও করেন বাজিমাত। বিপুল ভোটের ব্যবধানে ৬জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এডিএম শহিদুল ইসলাম। ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ থেকে জনপ্রতিনিধির যাত্রা শুরু করে বিরতিহীনভাবে ২০২৪ সালে পৌছে যান জাতীয় সংসদে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!