এরই মধ্যে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-মোহনগঞ্জ রুটে তিনটি আন্ত নগর ট্রেনে সিসি ক্যামেরা বসানো হয়েছে। একেকটি ট্রেনে ১২টি করে ক্যামেরা থাকছে বলে জানা গেছে।
ট্রেনের সামনে-পেছনে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ক্যামেরা বসানো হচ্ছে।
এরই মধ্যে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-মোহনগঞ্জ রুটে তিনটি আন্ত নগর ট্রেনে সিসি ক্যামেরা বসানো হয়েছে। একেকটি ট্রেনে ১২টি করে ক্যামেরা থাকছে বলে জানা গেছে।
ট্রেনের সামনে-পেছনে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ক্যামেরা বসানো হচ্ছে।
নাজমুল ইসলাম বলেন, পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলে গুরুত্ব বুঝে বিভিন্ন ট্রেনে ক্যামেরা লাগানো হবে। এতে অনেক অর্থের প্রয়োজন।
একটি ট্রেনে ১২টি করে ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আরো কয়েকটি আন্ত নগর ট্রেনে সিসি ক্যামেরা বসানো হবে।
গত বছরের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে রেলপথে একের পর এক নাশকতার ঘটনায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পাশাপাশি দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।