বাংলার কাগজ ডেস্ক : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে রোজাকে সামনে রেখে যা যা দরকার, সবই আগাম কেনার ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি।
সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভার শুরুতে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সরকারের প্রেক্ষিত পরিকল্পনা অনুয়ায়ী কাজ আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, এখনকার মানুষের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে দব্যমূল্য। হ্যাঁ, মূল্যস্ফীতি বেড়েছে। আমরা এটা অনেক কমিয়ে এনেছি। যেখানে কিছু কিছু মহল আছে, যারা চক্রান্ত করে মূল্যস্ফীতি ঘটায়। তবে, মানুষের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে, এটাও সত্যি। আগে এত ক্রয়ক্ষমতা ছিল না।
‘আমরা টিসিবির মাধ্যমে পারিবারিক কার্ড করে দিচ্ছি, যাতে কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে। অর্থাৎ, মানুষের যাতে কষ্ট না হয়। সামনে রোজা, রোজার জন্য যা দরকার, সবই আমরা আগাম ক্রয় করার ব্যবস্থা নিয়েছি। আমরা সব সময় যারা হতদরিদ্র তাদের জন্য বিনা পয়সায় খাদ্য সাহায্য দিয়ে আসছি, সেই ব্যবস্থাও থাকবে। তাছাড়া, টিসিবি কার্ড দেওয়া থাকবে।’
মূল্যস্ফীতি হ্রাসের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘মূল্যস্ফীতি যাতে আরও হ্রাস করা যায়, এজন্য যথেষ্ট ব্যবস্থা আমরা নেবো। যদিও আমাদের উৎপাদন অনেক বেশি, খাদ্য উৎপাদনে আমাদের কোনো সমস্যা নেই। তার পরেও যেসব জিনিস আমাদের কিনতে হয়, যেমন: ভোজ্য তেল, গম, জ্বালানি তেল, গ্যাস আমাদের আনতে হয়। আমরা সারা দেশের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ দিয়েছি, এখন গ্যাসের চাহিদা আছে। আমাদের সার কারখানাগুলো, সেখানে গ্যাসের চাহিদা আছে, সেসব ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি, আগাম ব্যবস্থা নিচ্ছি।’