1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধে শিগগির অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশে অবৈধভাবে গড়ে ওঠা সব স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি, দেশে প্রকৃতপক্ষে কতগুলো অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র আছে। যতগুলোই থাকুক না কেন, সব বন্ধ করে দিতে হবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা অভিযানের আগেই নিজেরা বন্ধ করে দিলে ভালো, নাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত স্বাস্থ্যমন্ত্রীর বাল্যবন্ধু শেখ কামালসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যান্য শহিদ সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে কাজ করব। ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা যে মানের চিকিৎসা দিচ্ছেন, সে মানের চিকিৎসক ও চিকিৎসাসেবা দেশের সব জেলা-উপজেলা হাসপাতালে দেওয়া গেলে কাজ সহজ হয়ে যায়। চিকিৎসকদের সুযোগ-সুবিধা ভালো দিলে তারাও নিশ্চয়ই জেলা-উপজেলা পর্যায়ে কাজ করতে আগ্রহী হবেন। সব মিলিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে—দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা এবং সেটা আমরা করব।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ও শেখ কামালের ছোটবেলার আরেক বন্ধু বাদলসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com