অর্থ ও বাণিজ্য ডেস্ক : ডিমের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অপরাধে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রতিষ্ঠান দুটি হলো- ডায়মন্ড এগ ও সিপি বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান।
বুধবার (২৪ জানুয়ারি) হাফিজুর রহমান জানান, যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরাধ প্রমাণ হওয়ায় প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। গত ২২ জানুয়ারি এই রায় দেওয়া হয়। রায়টি আজকে প্রকাশ করা হয়েছে।
আইন অনুযায়ী, জরিমানা এই অর্থ আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট খাতে জমা দিতে হবে। অন্যথায় প্রতিযোগিতা আইন, ২০১২ অনুযায়ী, প্রতিদিন আরও ১ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠান দুটিকে।
এর আগে, গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি সংক্রান্ত মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামের দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছিল প্রতিযোগিতা কমিশন।