1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

গাজায় অভিযানে ২১৮ ইসরায়েলি সেনা নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় অভিযানে ইসরায়েলি বাহিনীর আরও তিন সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও পাঁচ সেনা সদস্য। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) উত্তর গাজায় ৮৭তম ব্যাটালিয়নের ৩০ বছর বয়সী এক সেনা সদস্য নিহত হন। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলে ৬৬ এবং ৪৬তম প্যাট্রল ব্যাটালিয়নের ২৮ এবং ৪৩ বছর বয়সী আরও দুই সেনা নিহত হন।

জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১৮ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ হাজার ২৮৩ জন।

এদিকে প্রায় দুমাস আগে একটি মার্কিন পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, গাজায় হামাসের টানেলে সাগরের পানি ঢালা হচ্ছে। এতে করে এসব টানেল প্লাবিত হলে বিপাকে পড়বে হামাসের সদস্যরা। যদিও সে সময় ইসরায়েলি বাহিনী এই খবর অস্বীকার করেছিল। কিন্তু সম্প্রতি ইসরায়েলি সেনারা নিশ্চিত করেছে যে, কয়েক সপ্তাহ ধরেই গাজায় হামাসের টানেলগুলোতে সাগরের পানি ঢালা হচ্ছে।

হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে গাজায় টানেলের মধ্যে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল। এই অভিযানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সমন্বয়ে তৈরি করা বিভিন্ন মেশিন এবং সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

ডিসেম্বরে এই খবর ফাঁস হয় যে, ইসরায়েলিরা এ ধরনের ব্যবস্থায় আগ্রহী। ওই খবর প্রকাশের ঠিক একদিন পরেই ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি একে একটি ভালো ধারণা বলে অভিহিত করেন। তিনি সে সময় বলেন সেনাবাহিনীকে সহায়তা করবে এমন যে কোনো কিছুই তারা বিবেচনা করছেন।

তবে ইসরায়েলি সেনাবাহিনী বরাবরই বলে আসছে যে, গাজার এসব টানেলেই ইসরায়েল থেকে অপহরণ করা ১৩৬ বন্দিকে আটকে রাখা হয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে ইতোমধ্যেই অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কিন্তু এটি এমন কিছু যা সেচ ব্যবস্থাকে ধ্বংস করবে এবং মাটির গুণাগুন নষ্ট করে দেবে। যদিও এমন কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!