এ বিষয়ে ডিএনসির পরিচালক (অপারেশন ও গোয়েন্দা) তানভীর মমতাজ বলেন, গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে কোকেন পাচারকারী দেশি-বিদেশি চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।দেশে পাঁচ বছরে নতুন মাদকের ১৫ চালান
ডিএনসি সূত্র জানায়, সম্প্রতি একাধিক অভিযানে কোকেন পাচারের অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে রয়েছেন ক্যামেরুনের নাগরিক কেলভিন ইয়েং (৪২), নাইজেরিয়ার নাগরিক ননসো ইজেমা পিটার ওরফে অস্কার (৩০) ও নুডুলে ইবুকা স্ট্যানলি ওরফে পোডস্কি (৩১), বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলাম ওরফে রনি (৩৪) ও আসাদুজ্জামান আপেল (২৭)।
এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ৩০০ গ্রাম কোকেনসহ মালাউয়ির নাগরিক নমথান্দাজো টাওয়েরা সোকোকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে একটি পাঁচতারা হোটেল থেকে ২০০ গ্রাম কোকেনসহ তানজানিয়ার নাগরিক মোহাম্মেদ আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়। ডিএনসির তথ্য মতে, কোকোনের এ যাবৎকালের সবচেয়ে বড় এই চালানটি মালাউয়ি থেকে ইথিওপিয়া ও দোহা হয়ে বাংলাদেশে আসে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, গত পাঁচ বছরে দেশে ১৫টি কোকেনের চালান ঢুকেছে। এর মধ্যে গত পাঁচ মাসের ব্যবধানে কোকেনের আরো দুটি বড় চালান বাংলাদেশ হয়ে সীমান্ত দিয়ে পাশের দেশে চলে গেছে। ওই চালানগুলো নিয়ে আসেন ক্যামেরুনের নাগরিক কেলভিন ইয়েংগি ও মালাউয়ের নাগরিক নোমথানডাজো তোয়েরা সোকো। নাইজেরিয়ায় অবস্থানরত জ্যাকব ফ্রাংকির নির্দেশে অন অ্যারাইভাল ভিসায় তাঁরা বাংলাদেশে আসেন।
ডিএনসির মহাপরিচালক (ডিজি) মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, এই চক্রের বিষয়ে তাঁরা আরো খোঁজখবর নিচ্ছেন। তবে বাংলাদেশে আন্তর্জাতিক এই চক্রের প্রধান হলেন ডন ফ্রাংকি। ৯ মাস আগে তিনি বাংলাদেশ ছাড়লেও নাইজেরিয়ায় বসে মাদক ব্যবসার সমন্বয় করছেন।