স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে তাকে ঘিরেই ছিল আর্জেন্টিনার যত আশা-ভরসা-স্বপ্ন। শুরু থেকে দারুণ খেলছিলেন। তবে বিরতির খানিক বাদেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার অধিনায়ককে। একই সঙ্গে শেষ হয় মেসির কোপা আমেরিকা অধ্যায়ের। মাঠ ছেড়ে ডাগআউটে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচের ৩৬ মিনিটের সময়কার ঘটনা। কলম্বিয়ার অর্ধে কর্নার দিয়ে বল নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মেসি। বিধিবাম! কলম্বিয়ার এক খেলোয়াড়ের কড়া ট্যাকলে মারাত্মক ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন তারকা। সেবা-শুশ্রূষা চললো কতক্ষণ। ফাইনাল বলেই মেসি চেষ্টা করলেন খেলার।
কয়েক মিনিট বাদে আবারও খেলা শুরু করলেন আর্জেন্টাইন জাদুকর। মাঝে মাঝেই পা ঝাড়া দিয়ে চেষ্টা করছিলেন নিজেকে বোঝানোর, যেন কিছুই হয়নি। বিরতির আগ পর্যন্ত বাকি সময় খেলে গেলেন। আক্রমণের শিকার হলেন। তবুও দলের জন্য মাঠেই পড়ে রইলেন।
চিকিৎসক এলেন, চেষ্টা করলেন, কিন্তু মেসি জানালেন তিনি অক্ষম। ব্যস, বেজে উঠলো বিষাদময় করুণতার বিউগল। আর তাতেই শেষ হলো কোপায় আর্জেন্টিনা মহানায়কের শেষ অধ্যায়। ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন, সেটা শেষ হলো কান্না-ভেজা গল্পে।