1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

অলিম্পিকে সোনা জিতে আক্ষেপ ঘুচালেন জোকোভি

  • আপডেট টাইম :: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
স্পোর্টস ডেস্ক : তারুণ্যের বিপক্ষে অভিজ্ঞতার জয়। কার্লোস আলকারাজকে হতাশার সাগরে নিমজ্জিত করে অলিম্পিকে সোনা জয়ের আনন্দে মাতোয়ারা নোভাক জোকোভিচ। সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক তিনি। কিন্তু হিরকখচিত ক্যারিয়ারে অলিম্পিকের সোনার পদক এতোদিন গলায় জড়াতে পারেনিন নোভাক জোকোভিচ।

শুরু থেকে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তীব্র প্রতিদ্বন্দ্বীতার প্রথম সেট শেষ হতেই সময় লেগেছে এক ঘণ্টা তেত্রিশ মিনিট।

দ্বিতীয় সেটেও কেউ কারো সার্ভ ব্রেক করতে পারছিলেন না। নিজ নিজ সার্ভে জেতায় এই সেটও গড়ায় টাইব্রেকারে (৬-৬)। এবং এবারও তারুণ্যের বিপক্ষে জয় হয় অভিজ্ঞতরা। টাইব্রেকারে আবারও জোকোভিচের কাছে ধরাশায়ী আলকারাজ। এবার ৭-২ ব্যবধানে টাইব্রেক জেতে উত্সবের প্লাবনে সার্বিয়ান তারকা।প্যারিসের লাল শুরকির কোর্টে কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেন জয়ের উত্সব করেছিলেন আলকারাজ। জোকোভিচের বিপক্ষে সর্বশেষ লড়াইয়েও জয়ী নামটি ছিল তাঁর। গতমাসে অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে জোকোভিচকে হারিয়ে উইম্বলডন জিতেছিলেন আলকারাজ। মধুর প্রতিশোধ নিয়ে অলিম্পিক এককের সোনার পদকটা বর্ণীল ট্রফি শোকেসে যোগ করলেন জোকোভিচ। ফাইনালে উঠেই অবশ্য ইতিহাস গড়েছিলেন আলকারাজ। ১৯৯৮ সালে অলিম্পিকে টেনিস ফেরার পর সবচেয়ে এককের ফাইনালে কমবয়সী খেলোয়াড় স্প্যানিয়ার্ড তরুণ। সোনা জিতে রেকর্ডটা আরও সমৃদ্ধ করতে পারলেন না তিনি। সবমিলিয়ে এনিয়ে এই দুই তারকা মুখোমুখি হয়েছেন সাতবার। অলিম্পিকের সোনা জিতে এই দ্বৈরথে ৪-৩ এ এগিয়ে গেলেন জোকোভিচ।  আলকারাজকে হারিয়ে চোখটা ছলছল করছিল তাঁর। এ কান্না আনন্দের। এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com