বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞে জোকোভিচের সেরা সাফল্য ছিল ২০০৮ সালে বেইজিংয়ে ব্রোঞ্জ জয়। কার্লোস আলকারাজের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে অলিম্পিকে সোনা জয়ের আক্ষেপ অবশেষে ঘুচালেন সার্বিয়ান তারকা। রোলাঁ গাঁরোর লাল দূর্গে পুরুষ এককের তুমুল প্রতিদ্বন্দ্বীতার ফাইনালে স্প্যানিয়ার্ড তরুণকে সরাসরি ২-০ সেটে (৭-৬, ৭-৬ গেমে) হারিয়ে দেশকে সোনালি সাফল্য উপহার দিলেন সাঁইত্রিশের জোকোভিচ। অলিম্পিকের সোনা জিতে পূর্ণ করলেন বর্ণাঢ্য ক্যারিয়ারের অনন্য গোল্ডেন স্লামও।