স্পোর্টস ডেস্ক : ১৯৯২ সালে ঘরের মাঠে অলিম্পিক গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল স্পেন। তারপর দুইবার ফাইনালে উঠেও হারানো স্বর্ণ উদ্ধার করতে পারেনি তারা। সর্বশেষ ২০২০ টোকিও অলিম্পিকের ফাইনালে তাদের স্বপ্ন ভাঙে ব্রাজিলের কাছে হেরে। স্পেন আবার ফাইনালে, দীর্ঘ ৩২ বছর পর আবার স্বর্ণ জয়ের হাতছানি।
সোমবার (৫ আগস্ট) রাতে প্যারিস অলিম্পিক ফুটবলের প্রথম সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হয়েছিল স্পেন। পিছিয়ে পড়েও ২-১ গোলে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে স্প্যানিশরা।
ফ্রান্স ও মিশরের দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী দলের বিপক্ষে ৯ আগস্ট স্বর্ণের লড়াইয়ে নামবে স্পেন।