1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

যে কোন সময়ের চেয়ে উত্তম সেবা দেওয়ার ঘোষণা নবাগত পুলিশ সুপারের

  • আপডেট টাইম :: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুর : আগের যে কোন সময়ের চেয়ে শেরপুরে উত্তম সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

তিনি আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় তিনি বলেন, শেরপুরবাসী জেলা পুলিশকে সহায়তা করবে এবং আমরা আইনশৃঙ্খলাসহ অন্যান্য অর্পিত দায়িত্ব একসাথে সমন্বয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে শেরপুরকে একটি সুন্দর, নিরাপদ ও মডেল জেলা হিসেবে রূপান্তর করতে চাই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার খোরশেদ আলম পিপিএম, গোয়েন্দা বিভাগের ডিআই ওয়ান আবিদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সহসভাপতি শহিদুল ইসলাম, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখেন।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, বিগত সময়ে অসংখ্য নিরীহ সাংবাদিকদের ওপর নানা হয়রানি চালানো হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশ যেন জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের সাথে সার্বিক সহযোগিতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলাসহ সকল উকাজে সম্পৃক্ত থাকবে। সেই সাথে কোন রাজনৈতিক বলয়ে আবদ্ধ না থেকে নিরপেক্ষভাবে পুলিশের ভূমিকা আশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com