শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম (৪০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত শরিফুল ইসলাম স্থানীয় মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় সহোদরের মৃত্যু হলো।
জানা গেছে, ২৩ আগস্ট শুক্রবার বিকেলে মালাকোচা গ্রামের আলতাফ হোসেন শিরা মসজিদের জন্য চাঁদা চাইতে যান। এ সময় প্রতিবেশী সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নুরুল হকের ছেলে প্রাইমারী স্কুল শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে চাঁদার টাকা কম দেওয়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন শনিবার সকালে শরিফুল ইসলাম ও তার ভাই লিটন মিয়া বাড়ি সংলগ্ন রাস্তার মোড়ে গেলে আলতাফ হোসেন শিরাসহ তার লোকজন লাঠিসোটা নিয়ে হামলা করে। এ ঘটনায় ওইদিন বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে মারা যান শ্রমিক দল নেতা লিটন মিয়া (৫১)। তার মৃত্যুর খবরে প্রতিপক্ষ গা ঢাকা দিলে বিক্ষুব্ধ জনতা রাতেই হামলাকারীদের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে।
এদিকে আহত লিটনের অপর তিন সহোদর আব্দুর রহমান, শরিফুল ইসলাম ও তোতা মিয়াসহ ৫ জনের মধ্যে গুরুতর আহত সহকারি শিক্ষক শরিফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ সেপ্টেম্বর) শরিফুলের মৃত্যু হয়।
হামলার ঘটনায় ওই রাতেই (২৪ আগস্ট শনিবার) নিহত লিটনের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে জড়িত আলতাফ হোসেন শিরাসহ ২৩ জনের নাম উল্লেখ করে আরও ২০-২২ জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এজহারনামীয় কাউকে গ্রেফতার করেত পারেনি পুলিশ।
এ ব্যপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদন করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।