নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চ বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নামে প্রথমে ৮ দফা ও পরে ৬ দফা দাবী আদায়ের পত্র এবং দাবী আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া নিয়ে সাধারণ ছাত্র-শিক্ষকদের সমঝোতা হয়েছে।
গত রোববার (৮ সেপ্টেম্বর) উভয়পক্ষের প্রতিনিধির উপস্থিতিতে বৈঠকে উল্লেখিত বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির নিরসন এবং বিদ্যালয় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিষয়টি সমাধান হয়। এসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবী পূরণে একমত পোষণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে দাবী পূরণে দেওয়া আল্টিমেটাম দেওয়ার বিষয়টি ভুল সিদ্ধান্ত বলে মেনে নেন সাধারণ শিক্ষার্থীরাও।
জানা গেছে, গেল ১৪ আগস্ট নয়াবিল উচ্চ বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী হাতে লিখিত ৮টি দাবী নিয়ে হাজির হন বিদ্যালয়ে। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্যরা যৌক্তিক দাবীর পক্ষে সম্মতি জানিয়ে ওইসব শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ পরিদর্শন করান বিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে ২১ আগস্ট সাবেক শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন যুবক মিলে কম্পিউটারে টাইপকৃত ৬ দফা দবী নিয়ে বিদ্যালয়ে হাজির হন। এসময় তারা শিক্ষকদের সামনে দাড়িয়ে ৬ দফা দাবী পেশ করে তা বাস্তবায়নে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। এ নিয়ে শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্ট অন্যান্যের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে বাংলার কাগজ অনলাইন ভার্সনে খবর প্রকাশিত হলে সমালোচনার ঝর উঠে। পরে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মাঝে ভুল বোঝাবুঝির নিরসন হয়। পরে সোমবার (৯ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকৃন্দ মিলে বিদ্যালয়ে মিলিত হন।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বলা হয়, শিক্ষক তথা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমাদের যে মতপার্থক্য তৈরি হয়েছিল তা নিরসন হয়েছে এবং শিক্ষকগণ আমাদের যৌক্তিক দাবী মেনে নিয়েছেন। আমরাও আমাদের ভুল বুঝতে পেরেছি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি নিরসন করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরেছেন। আমরাও তাদের যৌক্তিক দাবী মেনে নিয়েছি।
তিনি আরও বলেন, যৌক্তিক দাবীসমূহ আগেই আমারা মেনে নিয়েছিলাম এবং কিছু কিছু দাবী আমরা আগে থেকেই বাস্তবায়ন করে চলেছিলাম। তারপরও কতিপয় ব্যক্তি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিদ্যালয়ের পরিবেশ নষ্টের চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছে।