শেরপুর : শেরপুর সরকারি মহিলা কলেজের পদার্থ বিভাগের এক শিক্ষকের সঙ্গে একই কলেজের শিক্ষার্থীর পরকীয়ার সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে কলেজ থেকে বহিষ্কারের দাবি তুললে কলেজ অধ্যক্ষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে চাপের মুখে ৩০ লাখ টাকা দেনমোহরে ওই শিক্ষক-শিক্ষার্থীর বিয়ে সম্পন্ন হয়েছে।
এদিকে এ ঘটনায় ওই শিক্ষককে কলেজ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছে।
কলেজ সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক মুইদ আহাম্মেদ মুহিতের সাথে একই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রাইভেট পড়তেন। সে সুবাধে উভয়ের মাঝে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দৈহিক সম্পর্কে গড়ালে ওই শিক্ষার্থী বিষয়টি বান্ধবীদের জানান। এতে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে এবং গত বুধবার (১১ সেপ্টেম্বর) শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের আলাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুরু হয় তোলপাড়। একপর্যায়ে ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ উভয় পরিবারকে বিষয়টি জানালে দুই পরিবারের সম্মতিতে বুধবার রাতে ৩০ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ফাউজিয়া আমিন দিনা জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।