নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বিনা’র প্রশিক্ষণ হলরুমে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বিনা নালিতাবাড়ী উপকেন্দ্র।
বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মোঃ ইকরাম-উল-হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. শরিফুল হক ভূঞা, বিনা ময়মনসিংহের পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃ মঞ্জুরুল আলম মন্ডল, বিনা ময়মনসিংহের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ড. মোঃ সিদ্দিকুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. রুবিনা ইয়াসমীন, নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমদ।
প্রশিক্ষণ সঞ্চালনা করেন বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।
এসময় বীনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল ছাড়াও বীজ সংরক্ষণ ও রোগ-বালাইসহ নানা বিষয় নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।