1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

চীনে ওয়ালমার্টে ছুরিকাঘাতে নিহত ৩, আহত ১৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের একটি ওয়ালমার্ট সুপার মার্কেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সেখানে এক ব্যক্তির ছুরিকাঘাতে তিনজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার রাতে সাংহাই শহরের দক্ষিণ-পশ্চিমে ঘনবসতিপূর্ণ জেলা সংজিয়াং-এর একটি  ওয়ালমার্ট সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। এলাকাটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

স্থানীয় চীনা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে লিন নামের ৩৭ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।ওই ব্যক্তি অর্থনৈতিক বিরোধের জেরে তার রাগ প্রকাশ করতে সাংহাই এসেছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

চীনে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ হলেও সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে ছুরি হামলার ঘটনা বেড়েছে। গত মাসে, ১০ বছর বয়সী জাপানি ছাত্র দক্ষিণ চীনে তার স্কুলের কাছে ছুরিকাঘাতের একদিন পরে মারা যায়।

চলতি বছরের জুনে, জিলিনের উত্তর-পূর্ব শহরটির একটি পাবলিক পার্কে চার মার্কিন কলেজ প্রশিক্ষককে ছুরিকাঘাত করা হয়েছিল। মে মাসে, দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি হাসপাতালে এক ব্যক্তি ছুরিকাঘাতে দুইজনকে হত্যা এবং ২১ জন আহত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com