1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

শেরপুর : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর এলাকার মাদক সম্রাট বাবুল মিয়ার বাড়িতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক সম্রাজ্ঞী কাকলি আক্তার (৩৪) ও কাকন আক্তার (২৮) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত মাদক সম্রাঞ্জী কাকলি আক্তার মুন্সীরচর গ্রমের মাদক সম্রাট বাবুল মিয়ার স্ত্রী ও তার শ্যালিকা কাকন আক্তার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ইজারাপাড়া এলাকার কাবিল শেখ এর মেয়ে।

বিকেলে প্রেস ব্রিফিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর এলাকার মাদক সম্রাট বাবুল মিয়ারবাড়িতে শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সম্রাজ্ঞী কাকলি আক্তার ও কাকন আক্তারকে আটক করা হয়। পরে তাদের বাড়ি তল্লাশী চালিয়ে ২৮ গ্রাম হেরোইন, ৪৬০ পিস ইয়াবা, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১ বোতল বিদেশি মদ, ২ ক্যান বিয়ার, মাদক বিক্রিয় ৪ লাখ ৫০ হাজার টাকা ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে অভিযানের সময় মাদক সম্রাট বাবুল মিয়া পালিয়ে যায়।

পরে গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com