নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও বাকৃবি ময়মনসিংহ এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশার ঈদ উপহার পেল নালিতাবাড়ীতে করোনায় কর্মহীন হয়ে পড়া হোটেল, বাসচালক ও ট্রাক চালক শ্রমিকরা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের চেয়ারম্যান সড়ক মোড়ে শ্রমিকদের হাতে ঈদ উপহার তোলে দেন বাদশা ও তার রাজনৈতিক সহচর নেতৃবৃন্দ। বিতরণকৃত উপহারসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, এক পাকেট সেমাই, আধাকেজি চিনি ও সয়াবিন। ঈদ উপহার বিতরণকালে বদিউজ্জামান বাদশা ছাড়াও জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, মুক্তারুজ্জামান মুক্তার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, যুবনেতা জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, ছাত্রনেতা আবু ইলিয়াস সাদ্দাম, সাব্বির আহমেদ বাদশা, সা’দ আল জুনাইদ প্রমুখ।
এর আগে গতকাল বুধবার শহরের ৩ ও ৪নং ওয়ার্ডের দুস্থদের মাঝে একইভাবে তিনি ঈদ উপহার বিতরণ করেন। এছাড়াও সম্প্রতি উপজেলার নিম্ন মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত চাকুরীজিবিদের মাঝে তিনি ৫শ করে মানবিক সহায়তা প্রদান করেন। প্রায় ৬শ পরিবারে প্রদান করেন খাদ্যসামগ্রী।