1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

র‍্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান পুলিশের হাতে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

শেরপুর: শেরপুরে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আওলাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওলাদুল ইসলাম শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত শিক্ষার্থী হত্যা মামলার আসামি তিনি।
জানা যায়, বুধবার বিকেল ৪ টায় গাজিরখামার ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আওলাদুলকে আটক করে র‌্যাব। আটকের পর স্থানীয় আওয়ামী লীগের সমর্থক ও স্থানীয় জনতা চারদিক দিয়ে র‌্যাবকে ঘিরে ফেলে। মারমুখী অবস্থান নেয় জনতা। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এসময় জননিরাপত্তার বিষয় বিবেচনায় এনে র‌্যাব ঘটনাস্থল থেকে চলে যায়। আ.লীগের উত্তেজিত নেতাকর্মীরা পরিষদের পাশের বিল দিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে নিয়ে চলে যায়।
এ বিষয়ে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আব্দুর রাজ্জাক বলেন, শুধু পরিস্থিতির কারণে ছেড়ে দেওয়া হয়েছিল। বল প্রয়োগ করলে রক্ত ঝরতে পারতো। পরে সন্ধ্যা ৬টায় ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আওলাদুলকে আটক করা হয়েছে। যারা তাকে ছিনিয়ে নিয়েছে তা জানার চেষ্টা চলছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com