1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

১৫ সদস্য নিয়ে বান্দরবান জেলা পরিষদ পুর্ণগঠন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

বান্দরবান : বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পূর্ণগঠন করা হয়েছে। থানজামা লুসাইকে চেয়ারম্যান করে ১৪ জন সদস্য নিযুক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। চেয়ারম্যানসহ ১৫ জন জেলা পরিষদে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম এক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ১৯৯৭ এর ১৬-ক (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য নিযুক্ত করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদে অন্যান্য সদস্যরা হলেন- বান্দরবান সদর রেইছা এলাকার রাজুময় তচঙ্গ্যা, লামা চম্পাতলীর ম্যা ম্যা নু মারমা, থানচি উপজেলার এডভোকেট উবাথোয়াই মারমা, রাজবিলার উমং চিং মারমা, থানচি হেডম্যান পাড়ার খামলাই ম্রো, বান্দরবান পৌর এলাকার মংএ চিং চাক, থানচি মরিমন পাড়ার সানাই প্রু ত্রিপুরা, রুমা উপজেলার লালজার লম বম, রোয়াংছড়ি উপজেলার নাফ্রাং খুমী, আলীকদম উপজেলার সাইফুল ইসলাম রিমন, বান্দরবান সদর থেকে মোহাম্মদ নাছির উদ্দিন, বান্দরবান পৌর এলাকার মোহাম্মদ আবুল কালাম, বান্দরবান পৌর শহর মধ্যম পাড়ার এডভোকেট মাধবী মারমা ও বান্দরবান বাজার এলাকার খুরশিদা ইসহাক।

পুনরাদেশ না দেয়া পর্যন্ত উর্পযুক্তভাবে পুনর্গঠিত অর্ন্তবতীকালীন পরিষদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com