নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী পৌর শহরের ২নং ওয়ার্ডের সাতশ দুস্থ পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে উপজেলা যুবলীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাজী মোঃ জাহাঙ্গীর আলম এসব বিতরণ করেন। এসময় হাজী জাহাঙ্গীর ছাড়াও প্রেসক্লাব নালিতাবাড়ীর আহবায়ক লাল মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব মুঞ্জুরুল আহসান ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সকালে গড়কান্দাস্থ হাজী জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত কার্যালয়ে নিজ ওয়ার্ডে (২নং) বসবাসকারী ৭শ নারী ও পুরুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে একটি করে শাড়ি ও একটি করে লুঙ্গি বিতরণ করেন। এছাড়াও আগামীকাল শনিবার শহরের বিভিন্ন মহল্লার আরও এক হাজার দুস্থ নারী ও পুরুষের মাঝে একটি করে শাড়ি ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নিয়েছেন তিনি।
এর আগে করোনা প্রভাব মোকাবেলায়কর্মহীন এক হাজার ২৫০ জন অস্বচ্ছলের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। অর্থ বিতরণের আওতায় সাধারণ অস্বচ্ছল ছাড়াও হোটেল শ্রমিক, বাস শ্রমিক ও মুচিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে।