বান্দরবান : বান্দরবানে করোনার লক্ষণ নিয়ে জাহেদুল ইসলাম নামে (৩২) এক শ্রমিক মারা গেছে। শুক্রবার বিকেলে বান্দরবান হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। নিহত শ্রমিকের বাড়ি কুড়িগ্রামের রৌমারী এলাকায়। সে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা দানেশ পাড়ায় বসবাস করত। এখানে দিন মজুরের কাজ করত বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে শ্রমিক জাহেদ জ¦রে ভুগছিলেন। কিন্তু লকডাউনের কারনে সে ডাক্তার দেখাতে পারেনি। তাই প্যারাসিট্যামল খেয়ে বাড়িতে পড়ে ছিলেন। শুক্রবার সকাল থেকে বেশি খারাপ লাগলে স্থানীয় প্রতিবেশীরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে আনার পর ইমারজেন্সী ডাক্তার তার লক্ষণ শুনে তাকে করোনা বিভাগে পাঠিয়ে দেন। পরে করোনা বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। করোনার লক্ষণ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়।
এদিকে তার দাফনের জন্য হাসপাতালের পক্ষ থেকে পিপিই দেয়া হয়। আর যারা তার সংস্পর্শে এসেছে তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
বান্দরবান করোনা আইসোলেশন এর প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, জাহেদুল নামে একজন রোগী হাসপাতালে আনার পর মারা যায়। তার মধ্যে করোনার লক্ষণ ছিল। তাই তার নমুনা সংগ্রহ করা বান্দরবানে করোনার লক্ষণ নিয়ে দিনমজুরের মৃত্যুহয়েছে।
– এন এ জাকির