নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ২০০৪ সালে গ্রেনেড হামলায় আহত হওয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু ব্যক্তিগত উদ্যেগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (২১মে) বিকেলে উপজেলার শতাধিক প্রতিবন্ধীর বাড়ি কোর্ট চত্ত্বর বঙ্গবন্ধু মঞ্চের সামনে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুবলীগ নেতা মামুনসহ স্থানীয় সাংবাদিকরা।
এ সময় রেনু বলেন, আমার মরহুম বাবার পেনশনের জমানো টাকা দিয়ে এসব প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী বিরতণ করেছি।