নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বিল্লালের উদ্যোগে ইউনিয়নের শতাধিক অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল- এক কেজি আতপ চাল, এক কেজি সেমাই, আধাকেজি চিনি ও একটি করে সাবান। এসময় যুবনেতা মেহেদী হাসান বিল্লাল ছাড়াও তার পিতা আলহাজ্ব কলিম উদ্দিন সরকার, বড় ভাই আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খোকন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুবনেতা বিল্লাল আসন্ন ইউপি নির্বাচনে বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে বেশকিছুদিন যাবত এলাকায় কাজ করে চলেছেন।