হালুয়াঘাট (ময়মনসিংহ) : একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার পিছনে যেমন একটি গল্প থাকে ঠিক তেমনি এক গল্পের কেন্দ্রীয় নাম চা ওয়ালা রাজু। জীর্ণশীর্ণ এক চা দোকানী, যার-ই কিনা খাদ্য সহায়তা প্রয়োজন। কিন্তু সেই রাজু-ই খাদ্য সহায়তা নিয়ে ছুটে চলছেন অসহায় মানুষের দূয়ারে। এ যেন সত্যিই মানুষ মানুষের জন্য।
ছোট্ট একটি চায়ের দোকানী যার একমাত্র সম্বল। কিন্তু মনের বিশালতায় সমাজের অনেক বিত্তবানদের থেকেও এগিয়ে। করোনা ভাইরাসের তীব্র প্রাদূর্ভাবে কর্মহীন মানুষ যখন খাদ্য সহায়তার জন্য নিরন্তর ছুটে চলছিল, ঠিক সেই মুহূর্তে সাধ্যের মাঝে একশত পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন চায়ের দোকানদার রাজু মন্ডল। তার এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছিল এলাকাবাসী। এবার একশত পঞ্চাশ পরিবারের মাঝে “ঈদ উপহার” হিসেবে সেমাই, চিনি ও গুড়ো দুধ পৌঁছে দেন নিজ মহল্লাসহ বাহির মহল্লায়।
জানতে চাইলে রাজু মন্ডল বলেন, আমার সামান্য দোকান থেকে আয়ের একটি অংশ আমি আমার মতো অসহায়দের জন্য “ঈদ উপহার” হিসেবে দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই।
– মুহাম্মদ মাসুদ রানা