হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটের পাইকারী মোবাইল বিক্রয়ের দোকান নির্ঝর টেলিকম আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাতটায় হালুয়াঘাট শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্শ্ববর্তী দোকান বন্ধু স্টুডিও থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তখন বন্ধ থাকা নির্ঝর টেলিকম এর ভেতর থেকে আগুন দেখা গেলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে পুড়ে ভস্ম হয়ে যায় নির্ঝর টেলিকম। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বিদ্যুতের তারে স্পার্কিং হয় এবং দোকানের ভেতরে আগুনের সূত্রপাত ঘটে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। নির্ঝর টেলিকমের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল হাসান মাসুম জানান, মোবাইলের পরিত্যক্ত ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান নির্ঝর টেলিকম মালিক মাসুম।
– মুহাম্মদ মাসুদ রানা