শেরপুর : শেরপুরে করোনা সংকটময় মুহুর্তের সেচ্ছাসেবী কর্মী ও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মাঝে জেলা পুলিশের ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা এগারোটায় জেলা পুলিশ লাইনস হল রুমে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রতিদিন সম্পাদক সোহেল রানা, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি ইমরান হাসান রাব্বি প্রমুখ।
এসময় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।