হালুয়াঘাট (ময়মনসিংহ): পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিম।
শনিবার (২৩ মে) তিনি উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী ও তাদের পক্ষে অভিভাবকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, সেমাই ও মসলা ইত্যাদি। ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় অফিসার সৈয়দ কামরুল হুদা, হালুয়াঘাট দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন আহমেদ প্রমুখ।
– মুহাম্মদ মাসুদ রানা