শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া, অসহায়, দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহের ওয়ারেজ নাঈম।
শনিবার (২৩ মে) দুপুরে নাঈমের ব্যক্তিগত অর্থায়নে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে সাত শতাধিক মানুষের মাঝে চাল, সেমাই, দুধের প্যাকেট, সাবান, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- শ্রীবরদী পৌর মেয়র আবু সাইদ, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও নলকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আয়ুব আলী ফর্সা, ঝিনাইগাতী উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুর রহমান, শ্রীবরদী তাতিলীগের আহবায়ক হেলাল উদ্দিন, শ্রমিক লীগের যুগ্মআহবায়ক হারুনুর রশিদ, শ্রীবরদী পৌর ছাত্রলীগের সদস্য জুয়েল আহমেদ প্রমুখ।