1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

উপবৃত্তির টাকায় বিধবাদের শাড়ি উপহার দিলেন কলেজ শিক্ষার্থী

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : উপবৃত্তির ৫ হাজার টাকা দিয়ে শাড়ি কিনে ঈদ উপহার হিসেবে অসহায় বিধবাদের দিলেন নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের গোলাম মাওলা নামে এক কলেজ শিক্ষার্থী। সে সমেশ্চুড়া গ্রামের প্রতিরোধযোদ্ধা আকতার আলীর ছেলে।
গোলাম মাওলা ঝিনাইগাতী শফিউদ্দিন আহাম্মেদ ডিগ্রি কলেজের বিএ শেষ বর্ষের শিক্ষার্থী। তার গত এক বছরে প্রাপ্ত উপবৃত্তির ৫ হাজার টাকা উত্তোলণ করে ১২টি শাড়ি কিনে ঈদ উপহার হিসেবে এলাকার অসহায় বিধবাদের বাড়ি বাড়ি পৌছে দেন।
গোলাম মাওলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা উপজেলা ছাত্রলীগ একত্রিত হয়ে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি। আমার ইচ্ছা, এলাকার মানুষের জন্য সেবা করা। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আমার সাধ্য অনুযায়ী ততোদিন মানুষের জন্য কাজ করে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com