1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

দিনমজুরকে ব্যাটারি চালিত ভ্যান কিনে দিলেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : এবার কর্মহীন এক দিনমজুরকে প্রায় ৪৩ হাজার টাকায় ব্যাটারিচালিত নতুন ভ্যান কিনে দিলেন নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাজী জাহাঙ্গীর আলম। রোববার (২৪ মে) বিকেলে তিনি গড়কান্দাস্থ একটি দোকান থেকে নতুন ভ্যান কিনে এর চাবী ওই দিনমজুরের হাতে তোলে দেন তিনি।
নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা ঘোনাপাড়া মহল্লার দিনমজুর সেকান্দর আলী (৫৫)। পেশায় ঠেলাগাড়ি চালক। কিন্তু গায়ের জোর খাটিয়ে এ গাড়ি ঠেলে আর সংসার ঠেলতে পারছিলেন না সেকান্দর। বাধ্য হয়ে পাড়ি জমান ঢাকায়। এ বয়সে গার্মেন্টেও তার শরীর সয় না। এমতাবস্থায় অনেকটা দুঃশ্চিন্তায় দিন কাটছিল তার। এমনই মুহূর্তে তার এ দূরাবস্থার কথা জানতে পারেন উপজেলা যুবলীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর আলম। তিনি ঠিক করেন সেকান্দরের সংসারের চাকা ঘুরাতে হলে আবারও তাকে উপার্জনক্ষম করে তোলতে হবে। আর এ ভাবনা থেকেই ঠিক করেন সেকান্দরকে ব্যাটারিচালিত ভ্যান কিনে দেবেন। রোববার বিকেলে প্রায় ৪৩ হাজার টাকায় একটি নতুন ব্যাটারিচালিত অটোভ্যান কিনে সেকান্দরের হাতে চাবি বুঝিয়ে দেন তিনি। ব্যাটারি চালিত ভ্যান পেয়ে মহাখুশি সেকান্দর। ভ্যান চালিয়ে রোজগার করে আবারও তার সংসারের চাকা ঘুরবে, পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটবে, এমনটাই যেন ভেসে উঠে তার চোখেমুখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com